
ওয়ালিউর রহমান ওলি কে সভাপতি ও শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২৩ সদস্যের আংশিক পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ সদস্যের জেলা কমিটিতে ১ জনকে সিনিয়র সভাপতি, ৪ জনকে সহ সভাপতি, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক ১ জন, ৩ জনকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়। তা ছাড়া ৬ জনকে সম্পাদক, ২ জনকে কার্যনির্বাহীসদস্য করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অনুমোদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান। আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন ওমর ফারুক হৃদয়, সহসভাপতি হিসেবে রয়েছেন- মো. নাইমুর রহমান আশিক, সৌরভ সোহাগ, মোসাদ্দেস জামান মেশকাত, ইসমাইল আহনাত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- ফজলে রাব্বী সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মো. মেহেদী হাসান, মুন্সী রাতুল হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন- খাইরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. রিমন হোসাইন লিমন, মো. দেলোয়ার হোসেন, মো. রিয়াদ হাসান। দপ্তর সম্পাদক সাদেকুল ইসলাম শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাব্বির হোসেন সাম্ভির, অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন, সমাজসেবা সম্পাদক মো. আলামিন হোসেন সালমান, সাহিত্য সম্পাদক পারভেজ হাসান সিয়াম, ক্রীড়া সম্পাদক ইয়াছার বিন মাসুদ, কার্যনির্বাহী সদস্য মামুন হোসেন ও মেহেদী হাসান।